রেস্তোরাঁ মালিককে চড় দিয়ে আলোচনায় সোহম

নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২৪

নিউটাউন সাপুরজি এলাকায় এক  রেস্তোরাঁ মালিককে চড় দিয়েছেন টালিউড অভিনেতা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।  রেস্তোরাঁর  সামনে থেকে গাড়ি সরানোকে ঘিরে এ ঘটনা ঘটে।  মারধরের বিষয়টি অবশ্য  সোহম নিজে থেকেই স্বীকার করেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার নিউটাউন সাপুরজি এলাকায়  শ্যুটিং চলছিল সোহমের। সেখানে ওই রেস্তোরাঁর সামনে শ্যুটিংয়ের অনেক গাড়ি ছিল। একজন গেস্ট আসার কথা থাকায় রেস্তোরাঁর মালিক তার হোটেলের সামনে থেকে একটি গাড়ি সরিয়ে নিতে বলেন। কিন্তু সোহমের নিরাপত্তারক্ষীরা গাড়ি সরাতে অপারগকতা প্রকাশ করেন। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। হইচই শুনে ঘটনাস্থলে আসেন সোহম। একপর্যায়ে হাতাহাতি থেকে ঘটে চড় কাণ্ড।

হোটেলের মালিক গাড়ি সরানো নিয়ে দাম্ভিক আচরণ করেন বলে জানান সোহেম। বলেন, শুনতে পাই-কে এমএলএ আমার জানার দরকার নেই।সব থেকে বড় কথা এ সময় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাজে কথা বলায় মাথাটা গরম হয়ে যায়,মেরেছি।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে


মন্তব্য
জেলার খবর