নীলফামারীর ডোমারে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। শনিবার (৮ জুন) সকাল ১১ টায় ডোমার উপজেলা অফিস চত্বরে এ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি।
ভূমি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জান্নাতুল ফেরদৗস হ্যাপি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা ভাইস চেয়ারম্যান দীলিপ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী, বীর মুক্তিযুদ্ধা নুরন নবী।
অনুষ্ঠান শেষে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা হয়। কুইজে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
বিডি২৪অনলাইন/রাশেদুল ইসলাম/সি/এমকে