বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলছে সিপিডি-টিআইবি-সুজন: কাদের

নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২৪

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে সিপিডি, টিআইবি, সুজন কী বললো- এসব নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ওরা সবাই বিএনপির সুরে সুর মিলিয়ে কথা বলছে। বাস্তবের সঙ্গে কোনো মিল নেই।

শনিবার ( জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে সিপিডি, টিআইবি, সুজনের প্রতিক্রিয়ার জবাবে কথা বলেন ওবায়দুল কাদের।

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। দলটি বলছে, এ বাজেট অভ্যন্তরীণ আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটকালে পরিমিত, বাস্তবসম্মত, গণমুখী সাহসী।

প্রস্তাবিত বাজেট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, এবারের বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এটা আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, কালো টাকা সাদা করার সুযোগ রাখা দেশে দুর্নীতি সহায়ক একটি উদার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলেই শঙ্কা।

ওবায়দুল কাদের বলেন, এবারের বাজেটের মূললক্ষ্য চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা সংকট দূর এবং উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। দেশের অর্থনীতিকে ধীরে ধীরে উচ্চ গতিশীল অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশকে ফিরিয়ে নেওয়া।

বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখায় ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রবাহ বাড়বে বলে মনে করছেন ওবায়দুল কাদের। এ সুযোগ রাখার যৌক্তিকতা প্রসঙ্গে তিনি জানান, দেশকে অর্থপাচার থেকে রক্ষা করা, ১৫ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত অর্থ অর্থনীতির মূলধারায় আনার ব্যবস্থা করা হয়েছে।

বিডি২৪অনলাইন/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর