আইন করে দলীয় প্রতীক পরিবর্তনের প্রয়োজন নেই

নিজস্ব প্রতিবেদক
০৮ জুন ২০২৪

দেশে স্থানীয় সরকার নির্বাচনে আইন করে দলীয় প্রতীক পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। শনিবার ( জুন) রাজধানী ঢাকার সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতেএক সেমিনারে বিষয়টি জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

মন্ত্রী জানান, ভোট দলীয় বা নির্দলীয় প্রতীকেও হতে পারে- আইনটা এভাবে করা আছে। তাই এ ক্ষেত্রে আইন পরিবর্তনের প্রয়োজন নেই। মন্ত্রী নিজে দলীয় প্রতীক কিংবা দলীয় প্রতীকবিহীন- কোনোটার পক্ষে-বিপক্ষে নন বলেও জানান এ সময়।

সেমিনারে অংশগ্রহণকারীদের একজন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক হওয়ার কথা ছিল না। কিন্তু একটা দলের সুবিধা-অসুবিধার জন্য প্রতীক আনা হয়েছে। প্রতীক না দিলে  প্রচুর লোক  অংশগ্রহণ করার সুযোগ থাকে। তাই প্রতীকের কোনো প্রয়োজন নেই। আগে যেভাবে ছিল, সেভাবেই থাকুক।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর