নতুন সিনেমা নির্মাণ করবেন কাজী হায়াত

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২৪

বেশ খানিকটা বিরতি দিয়ে নতুন সিনেমা নির্মাণের কথা জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক অভিনেতা কাজী হায়াৎ। শিরোনামনামে তার নতুন ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করবেন অভিনেতা কাজী মারুফ। শিগগির সিনেমাটি নির্মাণ করা হবে। এমনটাই গণমাধ্যমকে জানিয়েছেন কাজী হায়াৎ নিজেই।

খবর অনুযায়ী, এখন সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। কাজী মারুফের নায়িকা চরিত্রে কে অভিনয় করছেন, সেটা কাজী হায়াৎ প্রকাশ করেননি। তিনি বলেছেন, আগামী  ডিসেম্বরে নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছি।

এদিকে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে কাজী হায়াতের সবশেষ সিনেমা গ্রিন কার্ড। সিনেমাটি তিনি রওশন আরা নীপার সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন। এর গল্প সংলাপ লিখেছেন কাজী মারুফ। যুক্তরাষ্ট্রে চিত্রায়িত এ ছবির প্রধান চরিত্রেও অভিনয় করেছেন কাজী মারুফ।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য