আটঘরিয়ায় ওসির অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
০৯ জুন ২০২৪

 

পাবনার আটঘরিয়ায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলামের নামে মামলার প্রতিবাদে ও থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান ধর্মঘট হয়েছে। রোববার ( জুন) দুপুরে এ বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র শহিদুল ইসলাম রতনের নেতৃত্বে আটঘরিয়া বাজার থেকে  মিছিলটি বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বাজার ত্রি-রাস্তা মোড়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা অবস্থান ধর্মঘট পালন করেন তারা। 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন-  উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, আটঘরিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল প্রমুখ।

বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে


মন্তব্য
জেলার খবর