পাবনার আটঘরিয়ায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলামের নামে মামলার প্রতিবাদে ও থানার অফিসার ইনচার্জ (ওসি) হাদিউল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট হয়েছে। রোববার (৯ জুন) দুপুরে এ বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতনের নেতৃত্বে আটঘরিয়া বাজার থেকে মিছিলটি বের হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বাজার ত্রি-রাস্তা মোড়ে শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা ও অবস্থান ধর্মঘট পালন করেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম, আটঘরিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল প্রমুখ।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে