ঈদের পর নতুন সময়সূচিতে চলবে ব্যাংক লেনদেন

নিজস্ব প্রতিবেদক
০৯ জুন ২০২৪

আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়। লেনদেন চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকগুলোর অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

রোববার ( জুন) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা সংক্রান্ত একটি সার্কুলার থেকে এ তথ্য জানা গেছে। বর্তমানে ব্যাংকে লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সার্কুলারে জানানো হয়েছে,  শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে ব্যাংকে। সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন এ সময়সূচি অনুযায়ী ব্যাংক কার্যক্রম পরিচালিত হবে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর