ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানদের প্রায় ৭৯ শতাংশই ব্যবসায়ী। এ নির্বাচনে ৪৪২ উপজেলার মধ্যে তিনশ’র বেশি উপজেলায় চেয়ারম্যান পদে নতুনরা নির্বাচিত হয়েছেন।
রোববার (৯ জুন) রাজধানী ঢাকার ধানমন্ডির মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের নির্বাচনে নির্বাচিতদের মধ্যে ২৭৯ জন জনপ্রতিনিধি রয়েছেন, যারা ৫ম উপজেলা পরিষদ নির্বাচনেও ছিলেন। তিনটি পদের ভোটে ১ হাজার ২১০ জনের মধ্যে ৯৩০ জনই নতুন মুখ। ভাইস চেয়ারম্যান পদে নবনির্বাচিত মুখ ৩১৭ জন। ৫ম উপজেলা পরিষদে ছিলেন ৬৫ জন। নারী ভাইস চেয়ারম্যান পদে ৩১০ জন নতুন মুখ। ৮৪ জন নারী ভাইস চেয়ারম্যান গত উপজেলায় নির্বাচিত হয়েছিলেন।
টিআইবি এবারের নির্বাচনে নির্বাচিতদের শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে জানায়, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে উচ্চশিক্ষিত বেশি। তবে নারী ভাইস চেয়ারম্যানদের অধিকাংশ নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যন্ত পড়েছেন।
বিডি২৪অনলাইন/এন/এমকে