মন্তব্য
বুধবার মিয়ানমারের জান্তা সরকারের বিরোধী এক নেতা রীতিমতো শপথ করে ঘোষণা দিয়েছেন, রোহিঙ্গাদের সঙ্গে মানবতাবিরোধী অপরাধে দায়ী সামরিক জেনারেলদের যুদ্ধপরাধের বিচার না করা পর্যন্ত তারা শান্ত হবেন না।
ডা. সাশা নামে ওই নেতা ফেসবুকের এক পোস্টে বলেন, ‘মিয়ানমারের মহান ও সাহসী মানুষদের বিরুদ্ধে যে যুদ্ধাপরাধ, নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধ হয়েছে, তার জন্য এসব সামরিক জেনারেলকে বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।’
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া নির্বাচিত সংসদ সদস্যরাসহ জান্তাবিরোধী একটি গোষ্ঠীর পক্ষে এই ঘোষণা দেন তিনি। পেশায় চিকিৎসক এ নেতা নিজেও সামরিক বাহিনীর কাছে নিপীড়িত হয়েছেন বলে দাবি করেছেন।