সারাদেশে কয়েকদিন হচ্ছে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এখন খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা ও মাদারীপুর জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এ তাপপ্রবাহ সোমবারও অব্যাহত থাকতে পারে। সোমবার পর্ন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে রোববার (৯ জুন) এ কথা জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর বলছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। বিভাগগুলোর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের দু'এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা আছে। এর বাইরে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে