পাটকেলঘাটায় ভেজাল মশলাসহ প্রস্ততকারক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
১০ জুন ২০২৪

সাতক্ষীরা পাটকেলঘাটায়  ২০ কেজি শুকনা মরিচের ভেজাল গুড়া,   কেজি চাউল ২০০ গ্রাম লাল রঙসহ হেলাল বিশ্বাস (৫৩) নামে এক মসলাপণ্য প্রস্তুতকারককে আটক করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) পাটকেলঘাটা বাজারের গরুর হাট এলাকার একটি মিল থেকে তাকে আটক করা হয়। হেলাল বিশ্বাস যুগিপুকুরিয়া এলাকার মৃত হিরাজতুল্লাহের ছেলে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ওই মিলে  ভেজাল মশলাপণ্য তৈরী করা হচ্ছে- গোপনে এ খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশের একটি টিম। সময় ২০কেজি মরিচের ভেজাল গুড়া ৫ কেজি চাউল ২শ গ্রাম রঙসহ হেলাল বিশ্বাসকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর