জাতীয় সংসদ- ফাইল ছবি
জাতীয় সংসদে চলতি (২০২৩-২৪) অর্থবছরের জন্য ৩৭ হাজার ৮১৭ কোটি ৪০ লাখ ৫৭ হাজার টাকার সম্পূরক বাজেট পাস হয়েছে। সোমবার (১০ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সম্পূরক বিল সংসদে তোলার পরে কণ্ঠভোটে সেটা পাস হয়।
সম্পূরক বাজেটে সর্বোচ্চ টাকা পেয়েছে পরিকল্পনা বিভাগ, পরিমাণে ১২ হাজার ৬৪৯ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকা। বিপরীতে সর্বনিম্ন ১৪ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
৩০ জুন চলতি অর্থবছর শেষ হচ্ছে। এ অর্থবছরের কার্যক্রম নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের বেশি বরাদ্দ ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য সংসদে এ সম্পূরক বিল আনা হয়।
এর আগে সংসদে উত্থাপনের পর সম্পূরক বাজেটের ওপর আলোচনা করেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা।
বিডি২৪অনলাইন/ই/এমকে