জাতীয় পরিচয়পত্র (এনআইডি)সেবা নিতে আসা নাগরিকদের যেন হয়রানি ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা না হয়, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল হাবিবুল আউয়াল। আরও বলেছেন, নাগরিকদের এনআইডি সেবা দিতে যেন দেরি না হয়।
সোমবার (১০ জুন) রাজধানী ঢাকার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এনআইডি সংশোধন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এমন নির্দেশনা দেন সিইসি।
জাতীয় পর্যায়ে এনআইডির গুরুত্ব এখন অপরিসীম উল্লেখ করে সিইসি বলেন, এনআইডি এখনো শতভাগ সেটেলড ডাউন হয়েছে এটা মনে হয় না। সংশোধনের কিছু কিছু ক্ষেত্রে আবেদনকারীদের কারণে ভুল হয়ে থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে তথ্যগুলো লেখার ক্ষেত্রে হয়তো সঠিকভাবে লিখছি না, কিছু সংকট আমাদের রয়েছে। তবে জনগণ এলে যেন তাকে সেবা দিতে যেন দেরি না হয়, হয়রানি না করি, দুর্ব্যবহার না করি- সেটা নিশ্চিত রাখতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, কেউ যদি ১০টা দেশের নাগরিক হন এবং বাংলাদেশের নাগরিক হন তাহলে এনআইডি পাবেন তিনি। দ্বৈত নাগরিকত্বের অযুহাতে এনআইডি দেওয়া থেকে বাদ রাখা যাবে না।
বিডি২৪অনলাইন/এন/এমকে