জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চলাচলের রাস্তা কাটা হয়েছে। এতে বাড়ি থেকে সদর রাস্তায় পোঁছাতে ভোগান্তির মধ্যে পড়েছে এক বিধবার পরিবার। ঘটনার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বিধবা।
ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টোকরাভাষা কাঞ্চনপুর এলাকায়। ভুক্তভোগী হলেন ওই গ্রামের সোহরাব আলীর স্ত্রী আয়েশা খাতুন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, আয়েশা খাতুনের প্রতিবেশি ইসমাইল হোসেন মানিক ও তার পরিবারের লোকজন রোববার (৯ জুন) সকালে রাস্তাটি কেটে দিয়েছেন। এর আগে তারা সদর রাস্তায় উঠার চলাচলের রাস্তা বন্ধও করে দিয়েছিল। পরে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি। কারণ অভিযুক্তরা চেয়ারম্যানের কথা, এমনকি স্থানীয় সালিশ মানে না এবং কাউকে তোয়াক্কাও করেন না।
এদিকে রাস্তা কেটে ফেলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। অভিযোগটি তদন্ত করছেন দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এআই) আশরাফুজ্জামান। তিনি জানান, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চলাচলের রাস্তা কেটে দিয়েছে বলে জানা গেছে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন