ধামইরহাটে আইনশৃঙ্খলা ও সমন্বয়সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
১০ জুন ২০২৪

নওগাঁর ধামইরহাটে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১০ জুন)  উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন সভাপতিত্ব করেন।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক, বাল্যবিয়ে প্রতিরোধ ঈদুল আজহায় করণীয় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান মো. মাজেদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আঞ্জুয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান,  বিজিবি প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।

 

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর