ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুই বৃদ্ধকে মারপিট করলেন চেয়ারম্যানের ছেলে

পঞ্চগড় প্রতিনিধি
১১ জুন ২০২৪

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় খতিবর রহমান (৮৭) আইনউদ্দিন (৬৬) নামের দুই বৃদ্ধকে মারপিট করেছে দেবনগর ইউনিয়নের চেয়ারম্যান সোলেমান আলীর ছেলে নুরে আলম সিদ্দিক নয়নসহ তার পরিবার। ঘটনাটি সোমবার (১০ জুন) দুপুরে দেবনগর বর্মতল এলাকায় ঘটে।  আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হযেছে।

মঙ্গলবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, আহতদের মধ্যে একজনের কপাল কেটে গেছে। আরেকজনের হাত-পা এবং শরীরের বিভিন্নস্থানে জখম হয়েছে।

জানা যায়, খতিবর রহমানের নাতি ও নাতনি সোমবার দুপুরে বাড়ির পাশে দোকানে খাবার আনতে যায়। সেখানে দোকানদার নয়ন জিসান তাদের বিভিন্নভাবে উত্যক্ত করছিল। এতে প্রতিবাদ করলে নয়ন মেয়েটার হাত ধরে বাড়িতে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় আইনউদ্দিন খতিবর রহমান তাকে বাঁধা দিলে  তাদের বাঁশ ইট দিয়ে মারপিট করা হয়।

ভুক্তভোগীদের ভাষ্য, এর আগেও তাদের এ নাতনিকে প্রাইভেট স্কুল যাওয়া-আসার পথে অভিযুক্তরা উত্যক্ত করে আসছিল বলে। ঘটনাটি নয়নের বাবা চেয়ারম্যানকে জানানোও হয়েছে। কিন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর