মন্তব্য
২০ হাজার মেট্রিক টন মসুর ডাল ও দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এ জন্য বরাদ্দ ধরা হয়েছে ৫৩৬ কোটি ৯৮ লাখ টাকা। ভর্তুকি মূল্যে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) মাধ্যমে টিসিবির ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবারের মাঝে এ তেল বিক্রি করা হবে।
মঙ্গলবার (১১ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় সচিবালয়ে এ বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান। তিনি বলেন, সয়াবিন তেল কেনার জন্য ৩৩১ কোটি ৯৮ লাখ টাকা এবং মসুর ডাল কেনার জন্য ২০৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে