এইচএসসি পরীক্ষার মধ্যে কেন্দ্র শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলবে

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৪

সেসব কেন্দ্রে স্কুল কলেজ একসঙ্গে রয়েছে, সেসব প্রতিষ্ঠানে এবার এইচএসসি সমমান পরীক্ষার মধ্যেও ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাশ চলবে। পরীক্ষার দিনে পরীক্ষা শেষে ও বিরতির দিনের যথারীতি আগের সময়ে শ্রেণি কার্যক্রম চলবে।

মঙ্গলবার (১১ জুন) ঢাকা মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ বিষয়ে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে,  শ্রেণি কার্যক্রম চলমান রাখতে পাবলিক পরীক্ষায় যেন বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। এদিকে, দেশের অন্য শিক্ষা বোর্ডগুলো তাদের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একই নির্দেশনা দেবে বলে  আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর