৫৮ জেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৪

নতুন করে দেশের ২৬টি জেলা এবং ৭০টি উপজেলাকে ভূমি গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মোট ৫৮টি জেলা ৪৬৪টি উপজেলা ভূমি গৃহহীনমুক্ত হলো।

মঙ্গলবার (১১ জুন) আশ্রয়ণ- প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরও ১৮ হাজার ৫৬৬ ভূমি গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তারা সুফলভোগীদের হাতে জমির দলিল এবং ঘরের চাবি হস্তান্তর করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে লালমনিরহাটের কালীগঞ্জ, ভোলার চরফ্যাশন কক্সবাজারের ঈদগাঁও এলাকার উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।

মঙ্গলবার ভূমি গৃহহীনমুক্ত ঘোষণা করা জেলাগুলো হচ্ছে- ঢাকা, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, নেত্রকোনা, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিরাজগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা, যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ সুনামগঞ্জ।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর