ধামইরহাটে স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক অবহিতকরণ কর্মশালা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
১১ জুন ২০২৪

নওগাঁর ধামইরহাটে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী।

কর্মশালায় প্রসবের সময় মা শিশুর স্বাস্থ্য সুরক্ষা, মা শিশুর মৃত্যুর কারণ এর প্রতিকার এবং প্রসবকালীন অন্য কোথাও না গিয়ে নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাভাবিক প্রসব সেবা গ্রহণ, স্বাভাবিক প্রসব সেবা জোরদার করণসহ বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনা আলোচনা করা হয়।

এমসিএইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়ন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ কর্মশালা হয়।  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেসমিন আক্তার এ কর্মশালায় সভাপতিত্ব করেন।  কর্মশালায় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এমসিআরএএইচ) ডা. কাজী মো. জোবায়ের গালীব, জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক আনোয়ারুল আজিম, জেলা কনসালটেন্ট সহকারী পরিচালক ডা. কামরুল হাসান, জেলা মা শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সালমা আক্তার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, মিডওয়াইফেরি, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শীকা, পরিবার কল্যাণ সহকারী, স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান।

 

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে


মন্তব্য
জেলার খবর