স্বাগতিক কোনো দল ছাড়াই পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকালে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে।
এদিকে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টে পঞ্চগড় জেলার কোনো দল না থাকায় স্থানীয় ফুটবলার ও ফুটবলপ্রেমীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এবারের টুর্নামেন্টে রাজশাহী, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, সৈয়দপুর, গাইবান্ধা, রংপুর ও বগুড়া, জয়পুরহাট ফুটবল দল অংশ নিয়েছে। আগামী ২৮ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা হওয়ার কথা রয়েছে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ প্রধান শুভ প্রমুখ বক্তব্য দেন। পরে জেলা প্রশাসক জহুরুল ইসলাম বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় রাজশাহী কিশোর ফুটবল একাডেমি ৩-২ গোলে জয়পুরহাট ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলায় সর্বোচ্চ দুইটি গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজশাহী কিশোর ফুটবল একাডেমির খেলোয়ার রাফাইল।
ওদিকে স্বাগতিক দল ছাড়াই এতো বড় টুর্নামেন্টের আয়োজন করায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে জেলার নতুন পুরাতন ফুটবলার ও ফুটবলপ্রেমি মানুষের মাঝে। তরুণদের অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এ টুর্নামেন্ট বয়কটের ডাক দিয়েছেন। এছাড়া আগে স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ থাকলেও এবার তেমন দর্শক ছিলো না। খেলার শুরু থেকে দুইটি গ্যালারির সিংহভাগ অংশ ছিলো ফাঁকা।
অন্যদিকে খেলা দেখতে আসা দর্শকদের সাধারণ গ্যালারী ২০ টাকা ও ২য় শ্রেণীর গ্যালারিতে ৫০ ও ভিআইপি গ্যালারীতে ১০০ টাকার টিকিট করা হয়েছে। খেলার শুরুতে টিকেটের দামের কারণে দর্শক স্টেডিয়ামে না আসতে চাইলেও পরে মুল ফটক উন্মুক্ত করে দেয়া হয়। এতে কিছু মানুষ মাঠে ঢোকায় দর্শকের উপস্থিতি কিছুটা দেখা মেলে।
পঞ্চগড় টুকু ফুটবল একাডেমির পরিচালক টুকু রেহমান বলেন, দীর্ঘদিন পর জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট হচ্ছে- এটি আশার কথা। তবে আমাদের পঞ্চগড়ের খেলোয়াররা খেলার সুযোগ পায়নি। তারা এখন দর্শক সারিতে বসে খেলা দেখছে। এটি কষ্টদায়ক।
এদিকে স্বাগতিক দল রাখতে না পারায় নিজেদের ব্যর্থতা স্বীকার করে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, আমরা একটি স্বাগতিক দল রাখার জন্য পৌর পরিষদ, জেলা পরিষদসহ অনেককে বার বার অনুরোধ করেছি। কিন্তু পারিনি। এ জন্য টুর্নামেন্ট শুরু করতে এবার দেরিও হয়েছে। আমরা চেষ্টা করবো আগামীতে যেন স্বাগতিক দল থাকে।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/এমকে