মন্তব্য
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা উলামা পরিষদের আলোচনা সভা হয়েছে। সভায় কুরবানির তাৎপর্য ও মাসায়েল নিয়ে আলোচনা হয়।
সোমবার (১০ জুন ) রাতে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাওলানা রকিব উদ্দিন আহমাদ। বক্তব্য দেন- প্রধান আলোচক যশোর জামিয়া এজাজিয়া মাদরাসার শাইখুল হাদীস আল্লামা হাবিবুর রহমান, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আমিনুল হক মিয়াজী ও মুফতি নুরুজ্জামান নোমানী প্রমুখ।
সভায় উপজেলা উলামা পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা মানসুরুল হক, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/মনিরুজ্জামান ফারুক/সি/এমকে