চাঁদাবাজি অনেক কম হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২৪

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। রাজনৈতিক নেতারাও বিষয়ে খেয়াল রাখছেন। এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।  আশা প্রকাশ করে  তিনি বলেছেন, এবার ঈদুল আজহায় চাঁদাবাজি অনেক কম দেখবো।

মঙ্গলবার (১১ জুন) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।  

স্বরাষ্ট্রমন্ত্রী জানান,  বিভিন্ন সময় ফিটনেসবিহীন গাড়ি চেক করার জন্য, গাড়িতে অবৈধ কিছু নিয়ে যাচ্ছে- এমন মনে করলে পুলিশ গাড়ি থামায়। এটা  নিয়মিত চেকিংয়ের বিষয়, চাঁদাবাজির অংশ নয়।

মহাসড়কে চাঁদাবাজি অ্যাল্যাও করা হয় না জানিয়ে মন্ত্রী আরও বলেন, কোন স্টেশনে কত টাকা সার্ভিস চার্জ দেবে, সেই তালিকা পরিবহন সেক্টরের নেতারা আমাদের দেন। এর বাইরে গেলে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে বলেন। তাদের  তালিকাটি প্রধান্য দেওয়া হয়। তাদের সার্ভিস চার্জ নির্দিষ্ট স্থান থেকে নেওয়ার পরামর্শ দেন মন্ত্রী। বলেন, নির্দিষ্ট স্থান থেকে না নেওয়ায় পুলিশ বিব্রত হয়। অনেকে মনে করে চাঁদাবাজি হচ্ছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর