দেশের বাজারে কেনাবেচার জন্য সব ক্যারেটের সোনার নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দরে আগের তুলনায় দাম বেড়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৭৩ টাকা বাড়ানো হয়েছে।
বুধবার (১২ জুন) থেকে নতুন দাম কার্যকর করা হবে। মঙ্গলবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বাজুসের নতুন নির্ধারিত দর অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম ২২ ক্যারেট এক লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা, ২১ ক্যারেট এক লাখ ১১ হাজার ৬৩৬ টাকা, ১৮ ক্যারেট ৯৫ হাজার ৬৯১ টাকা ও সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৯ হাজার ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দরে সোনার দাম আগের তুলনায় ভরি প্রতি ২১ ক্যারেটে এক হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটে ৮৭৪ টাকা ও সনাতন পদ্ধতির ক্ষেত্রে ৭৩৫ টাকা বাড়ানো হয়েছে। এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।
বিডি২৪অনলাইন/ই/এমকে