ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের বিদ্যুৎ-পানিসহ সব সার্ভিস বন্ধ করা দরকার

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৪

 

ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে গেছে। এনিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য সালমা ইসলাম। সেই সঙ্গে বলেছেন,  ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের বিদ্যুৎ ও পানিসহ সব ধরণের সার্ভিস বন্ধ করে দেওয়া দরকার। আর এসব দুর্নীতিবাজের বিরুদ্ধে একমাত্র প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় সংসদে চলমান অধিবেশনে বুধবার (১২ জুন) আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। সালমা ইসলাম বলেন, কারা ঋণ খেলাপিম নেটা নিশ্চয়ই  সরকার জানে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে এমপি গোলাম কিবরিয়া টিপু ব্যাংক লুটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের কাছ থেকে অর্থ আদায়ের দাবি জানান। বলেন, মুদ্রা পাচারকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

 

বিডি২৪অনলাইন/ই/এমকে

 


মন্তব্য
জেলার খবর