ভাঙ্গুড়ায় দুটি খাবার হোটেলকে জরিমানা

মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া (পাবনা)
১৩ জুন ২০২৪

পাবনার ভাঙ্গুড়া শহরের শরৎনগর বাজারের আল্লাহ ভরসা হোটেল বাসস্ট্যান্ড এলাকার বিসমিল্লাহ হোটেলকে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সংরক্ষণের দায়ে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী এ জরিমানার আদেশ দেন। এ সময় স্বাস্থ্যকর পরিবেশে মানসম্মত খাবার তৈরি সংরক্ষণের জন্য হোটেল মালিক কর্মচারীদের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য বৃহস্পতিবার শহরে অভিযান চালায় প্রশাসন। অভিযানকালে ওই হোটেল দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী।

ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকার করায় আল্লাহ ভরসা হোটেলকে হাজার টাকা  বিসমিল্লাহ হোটেলকে হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ভাঙ্গুড়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলামসহ পুলিশের একটি দল প্রশাসনকে সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সংরক্ষণের দায়ে ওই হোটেল দুটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক জরিমানা করা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর