সাতক্ষীরায় আলাদা সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকসহ ৩জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১জন। বুধবার (১২ জুন) রাতে খুলনা মহাসড়কের ভৈরব নগর এলাকায় ও ভোমরাস্থলবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নে কাটাখালী এলাকার আমির আলী বিশ্বাসের ছেলে মনিরুল ইসলাম (৩৪), দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহের গ্রামের মুনছুরের ছেলে জুলফিকার আলী (৩৭) ও ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার ইটিন্ডিয়া এলাকার হাবিবুল্লাহ মন্ডলের ছেলে শাহিন মন্ডল। এর মধ্যে শাহিন মন্ডল নিহত হয় ভোমরাস্থলবন্দরে সড়ক দুর্ঘটনায়।
প্রতক্ষদর্শীর বরাত দিয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, পাটকেলঘাটার শাকদাহ ব্রিজ সংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল একটি ডাম্প ট্রাক। সেই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি পণ্যবাহী ট্রাক। এতে ডাম্প ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ডাম্প ট্রাকের ভেতরে থাকা জুলফিকার আলী ও মনিরুল ইসলামসহ দুজন গুরুতর আহত হয়। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুলফিকার ও মনিরুলকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসাপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ দুর্ঘটনায় আহত দিপঙ্কর নামে একজনকে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ভোমরাস্থলবন্দরে একটি পন্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহিন মন্ডল মারা যায়। তিনি ওই বন্দরে খালাসীর কাজ করতেন।
শাহিনের পিতা হাবিবুল্লাহ জানান, তার ছেলে ভারতীয় একটি ট্রাকে খালাসীর কাজ করত। বুধবার রাতে ভোমরা স্থলবন্দরে ট্রাকের মালামাল খালাস করার সময় একটি পাথরবাহী ট্রাক পিছন থেকে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয় সে। পরে তাকে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
চুকনগর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক পারভেজ হাসান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে