নাটোরের গুরুদাসপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অধীন পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ কাজে কর্মরত ৬০ জন নারী শ্রমিক তাদের সঞ্চিত অর্থ লভ্যাংশসহ পেয়েছেন। উপজেলার ৬ ইউনিয়ন মিলে এসবশ্রমিক চার বছর ধরে এ প্রকল্পে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১৩ জুন) তাদের হাতে চেক ও সনদপত্র তুলে দেওয়া হয়। উপকারভোগী প্রত্যেকে ১ লাখ ২১ হাজার টাকা পেয়েছেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌরমেয়র শাহনেওয়াজ আলী, প্রকৌশলী মিলন মিয়া, ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার প্রমুখ ।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুত্রে জানা গেছে, প্রকল্পটিতে কর্মরত থাকাকালে ওই নারী শ্রমিকরা তাদের মাসিক পারিশ্রমিকের একটা অংশ সঞ্চয় করতেন। সেই সঞ্চয়ের সঙ্গে সঞ্চিত অর্থের লভ্যাংশও পেয়েছেন তারা।
বিয়াঘাট ইউনিয়নের দস্তানানগরের উপকারভোগী রেশমা খাতুন জানান, একসঙ্গে লক্ষাধিক টাকা হাতে পেয়ে তিনি খুশি। এটা তার পরিবারে স্বচ্ছলতা ফেরাতে সাহায্য করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, নারীর ক্ষমতায়ন ও সমাজের পিছিয়ে পড়া অনোগ্রসর নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রীর এমন প্রকল্প প্রশংসনীয়। তিনি সুবিধাভোগীদের সঞ্চিত অর্থের সঠিক ব্যবহারের পরামর্শ দেন।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে