গত ঈদে যাত্রীরা নিরাপদে ভ্রমণ করতে পেরেছেন, এবারো সেটা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সেই সঙ্গে বলেছেন, ঈদ উদযাপনে যারা বাড়ি ফিরছেন, তারা কেউ ঝুঁকি নিয়ে যাবেন না। যাত্রী সাধারণের নিরাপদ যাত্রার ক্ষেত্রে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তিনি। সেখানেই এ আহ্বান জানান পুলিশ প্রধান। আইজিপি আরও বলেন- রেল, সড়ক ও নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। তাছাড়া কালোবাজারে টিকিট বন্ধ করতে রেলওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।
ঈদযাত্রায় কোনো সঙ্কটে প্রয়োজনে ৯৯৯ এ কল করতে ও সঠিক তথ্য জানাতে পরামর্শ দেন আইজিপি। বলেন, অনেকে কল দিয়ে তাড়াহুড়োভাবে সমস্যার কথা বলেন। ফলে মাঝেমধ্যে বুঝতে অসুবিধা হয়, তাই সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। যেসব ব্যবসায়ীরা টাকা বহন করবেন, সেটার নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের সাহায্য গ্রহণ করুন।
বিডি২৪অনলাইন/এন/এমকে