নকলায় ঈদের প্রস্তুতিমূলক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি
১৩ জুন ২০২৪

শেরপুরের নকলায় ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলা প্রশাসনের সভা কক্ষে এ সভা হয়।  সভায় জনস্বার্থে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ঈদের বাজারে জননিরাপত্তা নিশ্চিত করা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করা, ঘরমুখো যাত্রীদের নিরাপদে বাড়িতে পৌঁছতে ঈদের ছুটি শেষে নিরাপদে কর্মস্থলে ফিরতে যে কোন হয়রানি প্রতিরোধ করা, ঈদ জামাতের ঈদগাহ মাঠের নিরাপত্তা নিশ্চিত করা, বর্জ্যব্যবস্থাপনা থানার সামনে থেকে চামড়ার বাজার স্থানান্তর উল্লেখযোগ্য।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা . মুহাম্মদ ইসহাক আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, বিএডিসি হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ।

 

বিডি২৪অনলাইন/রেজাউল হাসান/সি/এমকে


মন্তব্য
জেলার খবর