সাতক্ষীরা জেলায় শ্রেষ্ঠ এসি ল্যান্ড তালার আরাফাত হোসেন

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জুন ২০২৪

সাতক্ষীরা জেলায় সব  উপজেলার মধ্যে শ্রেষ্ঠ সহকারি কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড নির্বাচিত হয়েছেন তালার এসি ল্যান্ড আরাফাত হোসেন। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ  হুমায়ন কবির।

পেশাগত সার্বিক বিষয় বিবেচনায় দাফরিক কাজের স্বীকৃতি স্বরুপ জাতীয় ভূমি সেবা সপ্তাহ- এ পুরস্কার পেয়েছেন তিনি। সম্প্রতি তালা উপজেলার মির্জাপুর এলাকার ৩৩ বিঘা সরকারি জমি ভূমিদস্যুদের কবল থেকে  উদ্ধার করে আলোচনায়  আসেন প্রশাসনের এ কর্মকর্তা।

এদিকে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে জেলার সব নির্বাহী কর্মকর্তাসহ সহকারী ভূমি কমিশনার উপস্থিত ছিলেন।

 

বিডি২৪অনলাইন/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর