সড়কে শৃঙ্খলায় শুরু হচ্ছে ই-ট্রাফিকিং, অনিয়মে ‘স্বয়ংক্রিয় ভিডিও মামলা’

নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২৪

সড়কে শৃঙ্খলার জন্য রাজধানী ঢাকা মহানগর এলাকায় শুরু হচ্ছে -ট্রাফিকিং। সড়ক ও ট্রাফিক শৃঙ্খলায় বিঘ্ন ঘটালে এবং ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত অপরাধ করলে ভিডিও মামলা হবে ই-ট্রাফিকিংয়ের মাধ্যমে।

মহানগরের প্রতিটি ট্রাফিক বিভাগকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে।

প্রাপ্ত তথ্য বলছে, ভিডিও প্রসিকিউশনের ক্ষেত্রে সিসি ক্যামেরার পাশাপাশি বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজসহ যথোপযুক্ত প্রমাণাদি ভিডিও প্রসিকিউশন প্রদানে ব্যবহার করা যাবে। ধারণকৃত ভিডিও বিশ্লেষণ করে  স্বয়ংক্রিয় মামলা হবে।

চিঠিতে বলা হয়, ডিএমপি অধ্যাদেশ ১০২ ধারা অনুযায়ী প্রসিকিউশন যানবাহনের মালিক বা চালককে হাজির করা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ সড়ক পরিবহন বিধিমালা-২০২২ মোতাবেককর্তৃপক্ষ মোটরযান ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত অপরাধের জন্য ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে মামলা নিষ্পত্তি করার ব্যবস্থা রয়েছে।

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর