মন্তব্য
আগামী ২৬ জুলাই (শুক্রবার) রাজধানী ঢাকায় কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে গান শোনাবেন বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী। তাঁকে ঢাকায় নিয়ে আসছে আজব রেকর্ড ও আজব কারখানা। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে তারা।
গণমাধ্যমের খবর অনুযায়ী, এ কনসার্ট নিয়ে ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। গতবার জায়গা স্বল্পতার কারণে নচিকেতার কনসার্টে অনেকে যেতে পারেনি। তাই আবারও আয়োজন করা হয়েছে। সামনে আরও কয়েকটা কনসার্ট করার পরিকল্পনা আছে আজব রেকর্ড ও আজব কারখানার।
জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তীর প্রথম অ্যালবাম প্রকাশ পায় ১৯৯৩ সালে। এরপর জীবনধারার অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন গুনী এ শিল্পী। আর দুই বাংলাতেই তার অসংখ্য ভক্ত রয়েছে।
বিডি২৪অনলাইন/ই/এমকে