অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ পথচারী নিহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৪ জুন ২০২৪

পাবনার চাটমোহরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আমজাদ মন্ডল (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে পাবনা-চাটমোহর সড়কে রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার আগে ওই সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি।

আমজাদ মন্ডলের বাড়ি একই উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে। তার বাবার নাম জয়তন মন্ডল।  জানা গেছে, অটোরিকশাটি ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান ও গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে সেখান থেকে চাটমোহর সরকারি হাসপাতালে পাঠায়।

এদিকে হাসপাতালে আসার পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী মেডিকেলে যাওয়ার পথে পাশ্ববর্তী নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল এলকায় তিনি মারা যান।

এদিকে অটোরিকশাটির চালক তার অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার পথে রতনপুর এলাকায় স্থানীয় লোকজন ধাওয়া দেয়। অবস্থা বেগতিক দেখে অটোরিকশাটি রেখেই চালক পালিয়ে যায়।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর