মন্তব্য
এবার বলিউডে পা রাখতে চলেছেন সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রি। তাকে অবনীশ বড়জাতির ছবিতে দেখা যেতে পারে। অবনীশ বড়জাতি সুরজ বরজাতিয়ার ছেলে।
আলিজে অগ্নিহোত্রির বিপরীতে অভিনয় করতে পারেন সানি দেওলের ছোট ছেলে রাজভীর। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।
আলিজে হচ্ছেন সালমান খানের বোন আলভিরা ও তার স্বামী অতুল অগ্নিহোত্রীর মেয়ে।
ইন্ডিয়া টুডে