খুলে দেওয়া হয়েছে তিস্তার ৪৪ জলকপাট

নিজস্ব প্রতিবেদক
১৪ জুন ২০২৪

উজানে পাহাড়ি ঢল  আর টানা বৃষ্টির কারণে তিস্তা নদীতে পানি বাড়তে শুরু করেছে। পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় নদীপাড়ে আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডালিয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।  

রংপুর পানি উন্নয়ন বোর্ডের হিসাবে, শুক্রবার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড হয়েছে ৫১ দশমিক ৩০ সেন্টিমিটার। সেখানে বিপৎসীমার দশমিক ৮৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে ২৮ দশমিক ৭০ সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়। সেখানে বিপৎসীমার দশমিক ৫ সেন্টিমিটার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির পরিস্থিতি জানিয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত বন্যার কোনো আভাস পাওয়া যায়নি। ভারতে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হলে উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি আরও বাড়তে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর