মন্তব্য
ঈদের দিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বিভাগগুলোর মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের কয়েকটি জেলায় এবং রাজশাহী খুলনা ও বরিশালে খুবই সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈদের দিন যে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম, সে জায়গায় তাপপ্রবাহ থাকতে পারে। সে অনুযায়ী খুলনা, বরিশাল, রাজশাহীতে তাপপ্রবাহ বিরাজ করতে পারে। তবে ঈদের পর থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।
বিডি২৪অনলাইন/এন/এমকে