ইংল্যান্ডের বিশ্ব রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৪

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেবিগ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ওমানকে উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। জয়ের জন্য ৪৮ রানের টার্গেট ‍নিয়ে মাঠে নেমে মাত্র ১৯ বল খেলে, ১০১ বল বাকি রেখেই জয় পেয়েছে তারা। এর মধ্য দিয়ে কেবল সুপার এইটে খেলার দৌড়ে টিকে থাকাই নয়, বিশ্বকাপে দ্রুততম জয়ের বিশ্ব রেকর্ড এখন ইংলিশদের।

বি ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে  থাকে অস্ট্রেলিয়া। আর ৩ ম্যাচে পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে জায়গা হয়েছে ইংলিশদের। মাঝে ৩ ম্যাচে পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে স্কটল্যান্ড।  গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে খেলার দৌড়ে রয়েছে স্কটল্যান্ড ইংল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ড হারলে এবং নামিবিয়ার বিপক্ষে ইংল্যান্ড জিতলেই সুপার এইটের টিকিট পাবে তারা।

ওয়েস্ট ইন্ডিজের মাঠ অ্যান্টিগায় টস হেরে প্রথমে ব্যাট করতে হয় ওমানকে। ইংলিশ বোলারদের দারুণ পারফরমেন্সে মাত্র ৪৭ রানে গুটিয়ে যায় ওমানের ব্যাটিং ইনিংস। মাত্র ২৩ রানে শেষ উইকেট হারায় তারা। বিশ্বকাপে এটা চতুর্থ সর্বনিম্ন দলীয় রান।

ওদিকে ৪৮ রানের টার্গেটে খেলতে নামে ইংল্যিান্ড। ইনিংসের প্রথম ওভারে  ওমানের পেসার বিলাল খানের প্রথম দুই বলেই ছক্কা হাকেন ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। এটা টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম কোন ব্যাটার ইনিংসের প্রথম দুই বলে দুটি ছক্কা হাকা। তবে ওভারের তৃতীয় বলেই সাজঘরে ফিরতে হয় সল্টকে। তৃতীয় উইকেটে জনি বেয়ারস্টোকে নিয়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন বাটলার। ম্যাচ সেরা হন টি-টোয়েন্টির এক নম্বর বোলার ইংল্যান্ডের রশিদ।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর