পঞ্চগড়ে শাহিদা (১৯) নামে এক কলেজছাত্রীর লাশ তাদের নিজেদের পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ জুন) সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বামনপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
তার বিষয়ে থানায় নিখোঁজের জিডি ছিল। তবে স্থানীয়দের বরাত দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন জানিয়েছেন, এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এনিয়ে শুক্রবার তাদের বাড়িতে বিবাদ সৃষ্টি হয়।
স্থানীয়দের ধারণা, মেয়েটাকে মারপিট করায় মারা গেছে। আর লাশ গুমের জন্য পুকুরের পানিতে ফেলে দেওয়া হয়েছিল।
শাহিদা বামনপাড়া এলাকার বাসিন্দা হারুনের মেয়ে। তিনি হাজি ছফির উদ্দীন মহিলা স্কুল এন্ড কলেজের ২০২৪ সালের পরীক্ষার্থী ছিলেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে হারুণ থানায় মেয়ের নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন। সেই সঙ্গে কাপড়-জুতা রেখে মেয়ের পালানোর বিষয়টিও জানায় এলাকায়।
এদিকে শনিবার সকালে তাদের নিজস্ব পুকুরে স্থানীয়রা লাশ ভাসতে দেখে থানা পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেন। লাশ উদ্ধারের পর তার জুতা সুপারির বাগানে পাওয়া যায়। শাহিদার শরীরে রক্তাক্ত জখম দেখা যায়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় বলেন, আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে