মন্তব্য
সেন্টমার্টিনে মিয়ানমারের গোলাগুলি বিষয়ে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে সরকার। তবে আক্রান্ত হলে জবাব দেওয়া হবে। শনিবার (১৫ জুন) রাজধানী ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের জানান, মিয়ানমারে অভ্যন্তরীণ কিছু সংকট আছে। তাদের অভ্যন্তরীণ সংকটে বাংলাদেশ ভুক্তভোগী হলে সেটা হবে অত্যন্ত দুঃখজনক।
ওবায়দুল কাদের আরও বলেন, এ নিয়ে যুদ্ধ পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। তবে আক্রান্ত হলে সে আক্রমণের জবাব দেবো আমরা। সে প্রস্তুতি আছে, আমাদের খাটো করে দেখার কিছু নেই।
বিডি২৪অনলাইন/এন/এমকে