পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন, কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তায় পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। বলেছেন, চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে পুলিশের কঠোর নজরদারি রয়েছে। পশুর চামড়া কেনাবেচা, চাঁদাবাজি বা কেউ প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১৫ জুন) রাজধানী ঢাকায় ডিএমপি হেডকোয়ার্টার্সে এক সভায় এসব কথা বলেন হাবিবুর রহমান। ডিএমপি কমিশনার আরও বলেন, ঈদের দিন যাত্রাবাড়ী, হাজারীবাগ, নিউমার্কেট, গাবতলী ও অন্যান্য এলাকার ব্রিজের ওপর বা রাস্তার ওপর চামড়া বিক্রি করতে দেওয়া হবে না। চামড়া ব্যবসা ঘিরে লবণের মূল্য বৃদ্ধি বা কৃত্রিম সংকট যেন তৈরি না হয়, সে জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।
কোরবানির চামড়া পাচার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কাঁচা চামড়া পাচার রোধে ঢাকা থেকে বহির্গমন পথগুলোতে চেকপোস্ট ও পুলিশের টহল বসানো হবে। এ ছাড়াও সব জেলার চামড়া যাতে সীমানা দিয়ে বাইরে যেতে না পারে সে ব্যাপারেও পুলিশ প্রধানের নির্দেশনা রয়েছে।
বিডি২৪অনলাইন/এন/এমকে