করোনা: ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫৬৭, মৃত্যু ২৫

২৫ মার্চ ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় তিন হাজার ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।একই সময়ে মারা গেছেন করোনা আক্রান্ত ২৫ জন।করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯১৫ জন। বুধবার (২৪ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৮০ হাজার ৮০৮ জনের। এর মধ্যে মারা গেছেন আট হাজার ৭৬৩ জন,  সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৭ হাজার ৯০৯  জন। এখন পর্যন্ত  করোনার নমুনা পরীক্ষা হয়েছে মোট  ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬টি। শনাক্তের হার ১২ দশমিক ৯৪।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ৬৮৩টি,পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৫০২টি। শনাক্তের হার ১২ দশমিক ৯৭। মারা যাওয়া ২৫ জনের মধ্যে পুরুষ ১৮ জন ও নারী ৭ জন। বিভাগভিত্তিক ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে তিন জন, রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুরে  একজন করে এবং সবাই হাসপাতালে মারা গেছেন।

 

এমকে


মন্তব্য
জেলার খবর