পাঁচ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৪

রোববার (১৬ জুন) বেলা ১টার মধ্যে দেশের পাঁচ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (১৬ জুন) সকালে নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে থাকা অঞ্চল ৫টি হচ্ছে- রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ সিলেট।

পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার হাওয়া বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এসব অঞ্চলে। এদিকে ঢাকা পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

 ওদিকে শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৭টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগগুলোর মধ্যে রংপুর, ময়মনসিংহ সিলেটের অধিকাংশ জায়গায়; ঢাকা, রাজশাহী চট্টগ্রামে কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশালের  দুএক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে


মন্তব্য
জেলার খবর