ঈদের দিন বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে

নিজস্ব প্রতিবেদক
১৬ জুন ২০২৪

সোমবার (১৭ জুন) সারা দেশে উদযাপন করা হবে পবিত্র ঈদুল আজহা। এদিন  দেশের কোথাও হালকা, কোথাও মাঝারি আবার কোথাও অতি ভারী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির সময় দমকা হাওয়া  বইতে পারে।

রোববার (১৬ জুন) পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দেশের বিভাগগুলোর মধ্যে রংপুর, ময়মনসিংহ সিলেটের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই ধরণের বৃষ্টি হতে পারে চট্টগ্রামের অনেক জায়গায়, ঢাকা রাজশাহীর কিছু কিছু জায়গায় এবং খুলনা বরিশালেরদুএক জায়গায়। তবে রংপুর, ময়মনসিংহ সিলেটেরকোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দেশের উত্তরাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য হ্রাসের সম্ভাবনা থাকলেও  অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সারাদেশেই প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর