সুপার এইটে টাইগারদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক
১৮ জুন ২০২৪

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলবে বাংলাদেশ। এ পর্বে তাদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। গ্রুপ পর্বে তিন দলকে হারিয়ে সুপার এইটে উঠেছে টাইগাররা। এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে খেলবে তারা।

বাংলাদেশের সুপার এইট পর্বের খেলা শুরু হবে ২১ জনু। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। বাকি দুই প্রতিপক্ষ ভারত ও আফগানিস্তানের সঙ্গে তাদের খেলা হবে ২২ ২৫ জুন।

ওদিকে বিশ্বকাপের সুপার এইট পর্বের আরেক গ্রুপে খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র।

সুপার এইটে বাংলাদেশ ম্যাচ-

২১ জুন : বাংলাদেশ-অস্ট্রেলিয়া, সকাল ৬টা ৩০ মিনিট, অ্যান্টিগা

২২ জুন : বাংলাদেশ-ভারত, রাত ৮টা ৩০মিনিট, অ্যান্টিগা

২৫ জুন : বাংলাদেশ-আফগানিস্তান, সকাল ৬টা ৩০ মিনিট, কিংসটাউন।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে

 


মন্তব্য
জেলার খবর