বাদানুবাদে জড়ানোয় তানজিম সাকিবের শাস্তি

নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২৪

নেপালকে হারিয়ে সুপার চলমান টি-টোয়েন্টি  বিশ্বকাপে সুপার এইট পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। নেপালের সঙ্গে এ ম্যাচে দুর্দান্ত পারফর্ম্যান্স করলেও শাস্তির মুখোমুখি হতে হয়েছে  টাইগার পেসার তানজিম সাকিবকে।

নেপাল অধিনায়ক রোহিত পৌডেলের সঙ্গে ম্যাচের মাঝামাঝিতে বাদানুবাদে জড়িয়ে পড়ায় তার ম্যাচফির ১৫ শতাংশ কর্তন করেছে আইসিসি। এর সঙ্গে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হচ্ছে। গেল ২৪ মাসের মধ্যে এটাই  প্রথম ডিমেরিট পয়েন্ট তার।

নেপালের সঙ্গে এ ম্যাচে চার ওভার বল করেন তানজিম সাকিব। এর মধ্যে ২১ ডট বল দিয়ে রানের বিনিময়ে শিকার করেন উইকেট।  মেইডেন ওভার রয়েছে তার  ২টি।

নেপালের ব্যাটিং ইনিংসের তৃতীয় ওভারে তানজিমের একটি বল ডিফেন্ড করার পরই স্ট্রাইকে থাকা রোহিতের সঙ্গে বাদানুবাদের ঘটনার সূত্রপাত। প্রথমে কিছুক্ষণ উত্তপ্ত চাহনি, এরপর পরস্পরের দিকে এগিয়ে বাদানুবাদে জড়ান তারা।  পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে যান ননস্ট্রাইকে থাকা ব্যাটসম্যান আসিফ শেখ আম্পায়ার স্যাম নোগাস্কির। যদিও এ কারণে কেবল সাকিবকে শাস্তির মুখোমুখি হতে হয়।

আইসিসির কোড অব কন্ডাক্টের .১২ ধারা অনুযায়ী ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন ব্যক্তির মুখোমুখি অবস্থানে আসার সুযোগ নেই।

 

বিডি২৪অনলাইন/এস/এমকে


মন্তব্য
জেলার খবর