প্রবাসীদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় আগের দুই বছরের মতো এবারো শীর্ষে রয়েছে হংকং, গত বছরের তুলনায় ১৪ ধাপ এগিয়ে ঢাকার অবস্থান ১৪০তম। আন্তর্জাতিক শ্রমিকদের নিয়ে জরিপ শেষে ২০২৪ সালের এ তালিকা প্রকাশ করেছে মার্সার কস্ট অব লিভিং সার্ভে নামের পরামর্শক প্রতিষ্ঠান।
বিশ্বের ২২৬টি শহর নিয়ে এ ক্রমতালিকা প্রকাশ করা হয়েছে। জরিপকালে দুই শতাধিক পণ্য ও সেবার তুলনামূলক ব্যয় পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- বাড়ির দাম, যাতায়াত, খাদ্য, পোশাক ও গৃহস্থালি পণ্যের দাম।
তালিকা অনুসারে, হংকংয়ের পরের স্থানেই আছে সিঙ্গাপুর। গত বছর থেকে নিউইয়র্ক শহর ১ ধাপ পিছিয়ে সপ্তম আর ৯ ধাপ এগিয়ে লন্ডন অষ্টম স্থানে আছে। এ তালিকায় ব্যয়বহুল ১০ শহরের মধ্যে অর্ধেকের অবস্থান পশ্চিম ইউরোপে। এর মধ্যে আবার ৪টি শহর সুইজারল্যান্ডে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর এখন দুবাই। তালিকায় শহরটির অবস্থান পঞ্চদশ। গত বছরের তুলনায় তিন ধাপ এগিয়ে বর্তমান অবস্থানে এসেছে শহরটি।
ইউরোপের ব্যয়বহুল শহরগুলোর মধ্যে ১১তম স্থানে কোপেনহেগেন, ২৪তম স্থানে ভিয়েনা, ২৯তম স্থানে প্যারিস ও ৩০তম স্থানে আমস্টারডাম রয়েছে।
মূল্যস্ফীতি ও মুদ্রার বিনিময় হারের ওঠানামা প্রবাসী কর্মীদের সঞ্চয় ও বেতন প্রত্যক্ষ প্রভাব ফেলছে বলে মার্সারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিডি২৪অনলাইন/আই/এমকে