৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
১৯ জুন ২০২৪

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা পায়রা সমুদ্রবন্দরকে নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৯ জুন) আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব ধরণের নৌযানকে উপকূলের কাছাকাছি এলাকায় সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে  বুধবার (১৯ জুন) সকাল ৯টা পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে বিভাগগুলোর মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেটে ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম সিলেটেরপাহাড়ী এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

 

বিডি২৪অনলাইন/এন/এমকে

 


মন্তব্য
জেলার খবর