ঈদের আগে দেশের শেয়ারবাজারে টানা দরপতন ছিল। কিন্ত ঈদের পর প্রথম কার্যদিবস বুধবারে (১৯ জুন) সবকটি মূল্যসূচক বেড়েছে। দাম বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। তবে লেনদেনটা ঠেকেছে তলানিতে গিয়ে। এদিনের লেনদেন পরিমাণ গত বছরের ২৬ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন অবস্থানে চলে এসেছে।
অব্যাহত পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদের আগের শেষ সপ্তাহে বাজার মূলধন কমেছিল ১২ হাজার ৮৮৪ কোটি টাকা। প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ১১৯ দশমিক ৫১ পয়েন্ট হ্রাস পায়।
ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৩২টির। বিপরীতে দাম কমেছে ৯৬টির আর অপরিবর্তিত থাকে ৬৪টির দাম।
আগের কার্যদিবসে তুলনায় প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ৪৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৬১ পয়েন্টে, ডিএসই শরিয়াহ্ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২১ পয়েন্টে ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৪ পয়েন্টে স্থির হয়।
বুধবার সারা দিনে লেনদেন হয়েছে ২৪৬ কোটি ৪৪ লাখ টাকা। ঈদের আগে শেষ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৪২৩ কোটি ১৪ লাখ টাকা। সে হিসাবে একদিনে ১৭৬ কোটি ৭০ লাখ টাকা লেনদেন কমেছে। এর আগে গত বছরের ২৬ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল ২৩১ কোটি ৪১ লাখ টাকা।
ওদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া ১৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত থাকে ২১টির। লেনদেন হয়েছে মোট ৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের কর্যদিবসে লেনদেন হয়েছিল ১১৬ কোটি ৮৭ লাখ টাকা। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬১ পয়েন্ট।
বিডি২৪অনলাইন/ই/এমকে