মন্তব্য
টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে বড় ধরণের রদবদল হয়েছে। এতে একধাপ এগিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার মার্ক স্টয়নিস। সাকিবকে হটিয়ে শীর্ষে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর জায়গা হয়েছে চার নম্বরে। আর দুই ধাপ এগিয়ে সাকিব আল হাসান তিন নম্বরে ওঠে এসেছেন। আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এসব তথ্য জানা গেছে।
শীর্ষস্থানে ওঠা অস্ট্রেলিয়ার মার্ক স্টয়নিসের রেটিং পয়েন্ট ২৩১। সাকিবের রেটিং পয়েন্ট ২১৮। এর আগে ২২২ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে গেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তালিকায় প্রথম তিনজনই এগিয়েছেন। মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট এখন ২১৩।
বিডি২৪অনলাইন/এস/এমকে